রবিবার, ৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

গণশুনানির সময় স্লোগান ‘আমরা পৌরসভা চাই না’

নোয়াখালী প্রতিনিধি

চাটখিল পৌরসভার পার্শ¦বর্তী কয়েকটি মৌজা পৌর এলাকাভুক্তির প্রশ্নে গণশুনানি চলার সময় হাজার হাজার মানুষ স্লোগান দেয়- ‘আমরা পৌরসভা চাই না’। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গণশুনানি চলে। এ সময় পৌরসভাভুক্তিবিরোধীরা বিক্ষোভ ও মানববন্ধন করেন। জানা গেছে, বিক্ষোভকারীরা সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমের (নোয়াখালী-১) সমর্থক। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবু ইউছুফ, চাটখিলের ইউএনও দিদারুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি, ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, ইব্রাহিম খলিল সোহাগ ও গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। ইউএনও দিদারুল আলম জানান, সরকারের কাছে এক আবেদনে চাটখিল পৌর কর্তৃপক্ষ পাঁচগাঁও ইউনিয়নের আফছারখিল ও লামচর, নোয়াখলা ইউনিয়নের সাত্রাপাড়া মৌজা পৌরসভাভুক্তির দাবি জানায়। এর বিরোধিতা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ডিও লেটার দেন এইচ এম ইব্রাহিম এমপি। এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির নির্দেশনায় এ গণশুনানি হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ও তদন্ত কর্মকর্তা মো. আবু ইউছুফ বলেন, ইউনিয়নের পক্ষে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। তিনি বলেন, আমরা গণমানুষের মতামতকেই প্রাধান্য দেব।

সর্বশেষ খবর