রবিবার, ৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

চলার অনুপযোগী সড়কে দুর্ভোগ পথচারীদের

চাঁদপুর প্রতিনিধি

চলার অনুপযোগী সড়কে দুর্ভোগ পথচারীদের

চাঁদপুরের শাহরাস্তির একটি সড়ক

চাঁদপুরের শাহরাস্তি থানার ফেরুয়া থেকে কৃষ্ণপুর সড়কটির বেহাল দশা। দীর্ঘদিনেও সংস্কার না করায় পুরো সড়কে খানা-খন্দ তৈরি হয়ে চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। ভোগান্তি পোহাচ্ছে পথচারীরা। এলাকাবাসী জরুরি ভিত্তিতে সড়কটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। জানা যায়, উপজেলার দক্ষিণ সূচিপাড়া ইউনিয়নের ফেরুয়া থেকে কৃষ্ণপুর পর্যন্ত সড়কটির নাম ‘শায়খুল কুরআন কারী বেলায়েত রহ. সড়ক’। প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এ সড়ক দিয়ে আল্লামা কারী বেলায়েত রহ. কবর জিয়ারাতের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে আসেন মুরিদরা। সড়কটির বেহাল দশার কারণে এলাকাবাসী হাট-বাজারে কৃষিপণ্য পরিবহনে দুর্ভোগ পোহাচ্ছে। বৃষ্টির সময় সড়কের খানাখন্দ ভরে যায় পানিতে। তখন মানুষ ভোগান্তি আরও বেড়ে যায়। স্থানীয় সূচিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রশীদ জানান, বর্ষাকালে সড়কটিতে চলতে মানুষের অনেক কষ্ট হয়। ইতোমধ্যে কয়েকবার সড়কটি ব্যক্তিগত উদ্যোগে সংস্কারের চেষ্টা করেছি। বর্তমানে ইউপি পরিষদে তেমন টাকা নেই। করোনার কারণে কালেকশানও সেভাবে হচ্ছে না। এমপি সাহেব সড়কটি পাকা করার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, ব্যক্তিগতভাবে চেয়াম্যান হওয়ার আগেও আমি এ রাস্তায় বালুর ব্যাগ ও ইট পাথরের থলি ফেলেছি। চেয়ারম্যানের পক্ষে যেহেতু রাস্তা পাকা করার ক্ষমতা নেই তাই পাকা করতে পারছি না।

সর্বশেষ খবর