রবিবার, ৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

হাজতির মৃত্যু

মেহেরপুর জেলখানায় খুনের মামলার আসামি লিয়াকত হোসেনের মৃত্যু হয়েছে। গতকাল ভোরে লিয়াকত হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লিয়াকত চুয়াডাঙ্গার ইসলামপাড়ার আকবর আলীর ছেলে।

-মেহেরপুর প্রতিনিধি

পানিতে ডুবে মৃত্যু

কোটালীপাড়ায় পানিতে ডুবে সুফিয়ান শেখ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল কোটালীপাড়া উপজেলার উত্তর হিরণ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুফিয়ান শেখ একই গ্রামের আমিরুল শেখ নাসিরের ছেলে। -গোপালগঞ্জ প্রতিনিধি

বসতঘরে সাপ

কুমিল্লার দেবিদ্বার পৌরসভার দক্ষিণ ভিংলাবাড়ী হাজী আয়েব আলী বাড়ির আবুল কালামের ঘর থেকে সাতটি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল ৯ ঘণ্টা চেষ্টার পর এই বিষধর সাপগুলো আটক করেন সাপুড়ে আলাউদ্দিন। -কুমিল্লা প্রতিনিধি

স্কুলছাত্রের লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে নিখোঁজের ছয়দিন পর পাবেল (৭) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে টঙ্গীর গাজীপুরা কোনাপাড়া এলাকায় প্রতিবেশী হাওলাদারের বাড়ির পাশে প্রবাসী কামাল হোসেনের পরিত্যক্ত বাড়ির সেফটি ট্যাংকি থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। নিহত পাবেল স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। সে নোয়াখালী জেলার চাটখিল থানার সাদরখিল গ্রামের মনির হোসেনের ছেলে। ছেলেটির মা নেই। বাবা ও দাদির সঙ্গে কাজিপাড়া সুরুজ মিয়ার  বাড়িতে ভাড়া থাকতেন।

-টঙ্গী প্রতিনিধি

রূপগঞ্জে বৃক্ষরোপণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা সোশ্যাল ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পাড়াগাঁও এলাকার বাতেনিয়া দাখিল মাদ্রাসায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন, রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর আব্দুল আলীম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ আজহারুল ইসলাম, রাসেল আহমেদ, আরিফ হাসান আরব, সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন, নজরুল ইসলাম লিখন, মাহবুব আলম প্রিয়।

-রূপগঞ্জ প্রতিনিধি

হামলা ভাঙচুর

টঙ্গীর শিলমুন পশ্চিমপাড়া এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির বসতবাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বিকালে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে পূর্ব থানার ওসি আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। -টঙ্গী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর