রবিবার, ৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

আলোচিত শাশুড়ির মামলায় বাদ যায়নি পাঁচ মেয়ে

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার বহুল আলোচিত শাশুড়ি দেলওয়ারা বেগমের দায়ের করা মামলা থেকে গর্ভজাত পাঁচ মেয়ের কোনো মেয়েই বাদ যায়নি। সবশেষ গত ১ অক্টোবর জামাই-মেয়ের বিরুদ্ধে সদর থানায় শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ করায় শহরজুড়ে হইচই পড়ে যায়।

জানা যায়, বগুড়ার ব্যবসায়ী প্রয়াত সেখ সরিফ উদ্দিনের স্ত্রী দেলওয়ারার (৬৬) পাঁচ কন্যা রয়েছেন। পাঁচজনই বিবাহিতা। এর মধ্যে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আনোয়ার হোসেন রানা দেলওয়ারার বড় মেয়ে আকিলা সরিফা সুলতানার স্বামী। গত বৃহস্পতিবার রাতে ১০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আনোয়ার হোসেন রানাসহ পাঁচজনের নামে লিখিত অভিযোগ দাখিল করেন দেলওয়ারা। রানা ছাড়াও মেয়ে আকিলা সরিফা সুলতানা, বাদীর মালিকানাধীন সরিফ বিড়ি ফ্যাক্টরির ব্যবস্থাপক নজরুল ইসলাম, সরিফ সিএনজির ব্যবস্থাপক হাফিজার রহমান ও দেলওয়ারা-সেখ সরিফ উদ্দিন সুপার মার্কেটের ব্যবস্থাপক তৌহিদুল ইসলামকে অভিযুক্ত করা হয়েছে। এর আগে ২০১৮ সালের ১৪ নভেম্বর রাতে দেলওয়ারা বেগমের মার্কেট ভাঙচুর, ৭ লাখ টাকা ও অফিসে রাখা কাগজপত্র নিয়ে যায় দুর্বৃত্তরা। পর দিন এ ঘটনায় দেলওয়ারা বগুড়া সদর থানায় মামলা করেন। ওই মামলায় আরেক জামাই মোফাজ্জল হোসেন রঞ্জু ওরফে ধলা মিয়া, ফেরদৌস আলম ফটু, মেয়ে আমেনা বেগম, বিলকিছ খাতুন ও শান্তনা বেগমকে আসামি করা হয়। ২০১৮ সালের ২৯ নভেম্বর শাজাহানপুর থানায় চার মেয়ে ও দুই জামাইকে আসামি করে আরেকটি মামলা করেন তিনি। এদিকে, আনোয়ার হোসেন রানা, আকিলা সরিফা সুলতানা খানমের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে-এমন অভিযোগ তুলে গতকাল বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।

সর্বশেষ খবর