সোমবার, ৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ইজিবাইকের দৌরাত্ম্যে অতিষ্ঠ চাঁদপুর পৌরবাসী

নেয়ামত হোসেন, চাঁদপুর

ইজিবাইকের দৌরাত্ম্যে অতিষ্ঠ চাঁদপুর পৌরবাসী

চাঁদপুর পৌরশহরে সড়ক দখল করে রাখা ইজিবাইক

চাঁদপুর পৌর এলাকায় ইজিবাইকের দৌরাত্ম্যে মানুষের চলাচল যখন কঠিন হয়ে পড়েছে। অনেকে চাঁদপুরকে মনে করছেন ‘ইজিবাইকের শহর’। এ অবস্থায় সম্প্রতি পৌর কর্তৃপক্ষ আরও শতাধিক ইজিবাইকের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। পৌর লাইসেন্স শাখা শতাধিক লাইসেন্স দেওয়ার কথা স্বীকার করেছে। বর্তমানে যে পরিমাণ ইজিবাইক রয়েছে তার সঙ্গে নতুন ১০০টি যুক্ত হলে শহরবাসীর ভোগান্তি আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। জানা যায়, চাঁদপুর পৌর শহরের সড়কগুলোতে প্রায় ৯ হাজার ইজিবাইক, অটোরিকশা ও প্যাডেলচালিত রিকশা চলাচল করছে। এর মধ্যে ছয় হাজারই ইজিবাইক। এসবের অর্ধেকের লাইসেন্স আছে, বাকিগুলো লাইসেন্সবিহীন। ইজিবাইকের বেপরোয়া চলাচলের কারণে পুরো শহরে যানজট লেগেই থাকে। এছাড়া অপ্রাপ্ত বয়স্ক থেকে শুরু করে যে কেউ ইজিবাইকের চালক। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। চাঁদপুর পৌরসভার লাইসেন্স শাখার প্রাপ্ত তথ্যমতে, বর্তমানে শহরে প্যাডেলচালিত রিকশা রয়েছে এক হাজার। আর ইজিবাইক আছে ছয় হাজারের মতো। লাইসেন্স শাখার প্রধান মোশাররফ হোসেন পাটওয়ারী বলেন, তার বসার স্থানে সাদা কাগজে লেখা ‘লাইসেন্স দেওয়া বন্ধ রয়েছে’। এরপরও পৌরমেয়র ও পরিষদের বিবেচনায় ১০০ লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত আছে। সময়ের প্রেক্ষাপটে চাহিদা না থাকায় প্যাডেল রিকশা হ্রাস পেয়েছে। পাশাপাশি মোটরচালিত রিকশা ব্যাপক হারে বেড়ে যাওয়ায় শহরে পথচারীদের চলাচলে ঝুঁকিসহ যানজট সৃষ্টি হচ্ছে। চাঁদপুর পৌরমেয়র নাছির উদ্দিন আহমেদ বলেন, পৌর পরিষদের সিদ্ধান্তে শতাধিক লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত হলেও তিনি না দেওয়ার পক্ষে। যানজটের বিষয়ে মেয়র বলেন, সামনে পৌর নির্বাচন থাকায় অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। মোটরচালিত রিকশার বিরুদ্ধে অভিযান চালানো হলে পৌরসভার কোথাও যানজট থাকবে না।

সর্বশেষ খবর