সোমবার, ৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

এক পলক

বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই

মুক্তাগাছায় মনিরুজ্জামান জামাল নামে এক বিকাশ এজেন্টের গলা কেটে ৬০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে জামাল বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন। এ ঘটনায় মুক্তাগাছা থানা পুলিশ চারজনকে আটক করেছে। মুক্তাগাছা থানায় মামলা হয়েছে। মনিরুজ্জামান জামাল শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। -ময়মনসিংহ প্রতিনিধি

কর্মশালা

বরিশালে জেলা ব্রান্ডিংয়ের আওতায় বেকারমুক্ত জেলা গঠনের লক্ষ্যে দক্ষতা ও কর্মসংস্থানবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এবং ফিউচার অফ ওয়ার্ক ল্যাব, এটুআই প্রোগ্রাম ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় গতকাল এই ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। -নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মতবিনিময়

ফেনীর পরশুরামে মুক্তিযোদ্ধা ও তার সন্তানদের মতবিনিময় সভা হয়েছে। গতকাল পরশুরাম উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে হুমায়ুন শাহরিয়ারের সভাপতিত্বে মতবিমিয়মসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক নির্বাচিত যুগ্ম মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু। আলোচনায় অংশ নেন মীর আহমেদ মজুমদার, ছালে আহমেদ, আবুল কাশেম, আবু তাহের প্রমুখ। সফিকুল বাহার মজুমদার টিপু বলেন, মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের জন্য যা কিছু করেছেন তা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই করেছেন।

-ফেনী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর