মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

পাওনা টাকা, সার না পেয়ে দিশাহারা আখচাষিরা

কামরুজ্জামান সোহেল, ফরিদপুর

পাওনা টাকা, সার না পেয়ে দিশাহারা আখচাষিরা

ফরিদপুরে পাওনা টাকা পরিশোধের দাবিতে রবিবার মানববন্ধন করেন আখচাষিরা

ফরিদপুর সুপার মিলের তালিকাভুক্ত আখচাষিদের বকেয়া রয়েছে পৌনে দুই কোটি টাকা। একদিকে মিলকর্তৃপক্ষ পাওনা পরিশোধ করছে না অন্যদিকে আখ রোপণ মৌসুমে মিল থেকে সরবারহ করা হচ্ছে না সার। এতে কয়েক হাজার আখচাষি দিশাহারা হয়ে পড়েছেন। মিলের চুক্তিবদ্ধ অনেকে আখ চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন। জানা যায়, গত মৌসুমে ফরিদপুর মিলে আখ দেওয়া বাবদ প্রায় দুই কোটি টাকা মিল কর্তৃপক্ষের কাছে পাওনা রয়েছে চাষিদের। দীর্ঘদিন পাওনা টাকা না পাওয়ায় তারা কষ্টে দিন কাটাচ্ছেন। কেউ কেউ ঋণ করে আনা টাকার সুদ গুনতে গুনতে নিস্ব হচ্ছেন। আখ চাষিরা জানান, বিপুল পরিমাণ টাকা বকেয়া থাকায় এ বছর আখ রোপণ বাধাগ্রস্ত হচ্ছে। চাষিদের অভিযোগ, মৌসুমের শুরুতে ইউরিয়া, টিএসপি, এমপিও দেওয়ার কথা বললেও মিল কর্তৃপক্ষের এখনও সেই সার সরবরাহ করেনি। মিল কর্তৃপক্ষ বিভিন্ন প্রকার সার চাষিদের ঋণ হিসেবে দেয়-যা পরবর্তীতে আখের মূল্য থেকে কেটে নেয়। এ বছর রোপণ মৌসুমে এখন পর্যন্ত সার না পাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। দ্রুত পাওনা টাকা পরিশোধ এবং সার সরবরাহ না করা হলে এ বছর মিলের চুক্তিবদ্ধ চাষিরা আখ রোপণ কমিয়ে দেবেন বলে জানান। এদিকে বকেয়া আদায় এবং সার সরবরাহের দাবিতে আন্দোলনে নেমেছেন আখচাষিরা। এর অংশ হিসেবে রবিবার ফরিদপুর সুগার মিল সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন করা হয়। ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধনে রেজাউল হক বকু, শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, মুরাদ হোসেন, কাজল বসু, নজরুল ইসলাম, আব্দুল হাই প্রমুখ বক্তৃতা করেন। মিল কর্তৃপক্ষ বলছে, নানা জটিলতার কারণে চাষিদের পাওনা পরিশোধে বিলম্ব হচ্ছে। আর মজুদ না থাকায় সার সরবরাহ করতে পারছেন না তারা।

 

সর্বশেষ খবর