মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

হত্যা মামলায় দুই ভাইসহ চার জনের ফাঁসি, যাবজ্জীবন ৪

কিশোরগঞ্জ প্রতিনিধি

করিমগঞ্জে ডাকাতিসহ খুনের মামলায় দুই ভাইসহ চারজনকে ফাঁসি ও চারজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দন্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়। কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম গতকাল আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন- করিমগঞ্জ উপজেলার সিংগুয়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে কাশেম ও তার ভাই নজরুল, একই গ্রামের ফজলুর রহমানের ছেলে লিটন ও শুকুর মাহমুদের ছেলে ছাত্তার। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হলেন- সিংগুয়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে খোকন, আব্দুল কাদিরের ছেলে সিরাজ উদ্দিন, আব্দুল বারীর ছেলে কান্তু মিয়া ও আসনপুর গ্রামের চানফরের ছেলে শাহেদ। ২০০৬ সালের ২৩ এপ্রিল রাতে করিমগঞ্জ উপজেলার সিংগুয়া গ্রামের আব্দুর রহমান আমিনের বাড়িতে আসামিরা ডাকাতি করার জন্য ঢুকে। এ সময় তারা আব্দুর রহমানকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

সর্বশেষ খবর