মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

দুই নেতার বিরুদ্ধে ৬৯ অভিযোগ

কুষ্টয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় সম্প্রতি জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে জমি দখলের ঘটনার পর গঠিত তদন্ত কমিটির কাছে ৯৩টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে দুই প্রভাবশালী আওয়ামী লীগ নেতার বিরুদ্ধেই রয়েছে ৬৯ অভিযোগ। এ সব অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে। এ নিয়ে গত রবিবার কমিটির সভা হয়েছে। জেলা প্রশাসক আসলাম হোসেনের কার্যালয়ে এ সভায় কমিটির অন্য দুই সদস্য পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত ও সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী উপস্থিত ছিলেন। অভিযুক্ত দুই নেতার নাম জানানো হয়নি। সম্প্রতি কুষ্টিয়া শহরের বাসিন্দা এমএমএ ওয়াদুদ তার পরিবারের জমি কেনা-বেচা ও দখল চেষ্টার অভিযোগে মামলা করেন। মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে। এক আসামি আদালতে দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

তার জবানবন্দিতে রাজনৈতিক প্রভাবশালী নেতাসহ অনেকের সম্পৃক্ততার তথ্য উঠে আসে। এদিকে জেলায় এ ধরনের আরও ঘটনা ঘটে থাকলে তা খতিয়ে দেখতে কুষ্টিয়া-৩ (সদর) আসনের এমপি ও আওয়ামী লীগের য্গ্মু সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ জেলা প্রশাসককে কমিটি গঠনের নির্দেশ দেন।

১৬ সেপ্টেম্বর তিন সদস্যের কমিটি গঠন করা হয়।

সর্বশেষ খবর