মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

এক পলক

হাঁসের খামারে ১২ হাত লম্বা অজগর

বরিশালের গৌরনদী উপজেলার উত্তর ধানডোবা গ্রামের একটি হাঁসের খামার থেকে প্রায় ১২ হাত লম্বা একটি অজগর সাপ উদ্ধার হয়েছে। গতকাল সকালে আটক সাপটি বিকালে উপজেলা বন কর্মকর্তার মাধ্যমে বন ও প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। খামারটির মালিক ওয়াসিম শিকদার জানান, তার হাঁসের খামারে হাঁস খাওয়ার উদ্দেশ্যে সাপটি প্রবেশের চেষ্টা চালায়। কিন্তু খামারের চারিদিক জাল দিয়ে ঘেরাও করে রাখায় সাপটি ওই জালে পেঁচিয়ে পড়ে।

-নিজস্ব প্রতিবেদক, বরিশাল

অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লার হোমনা-ঢাকা সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত এ অভিযানের নেতৃত্ব দেন। গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত হোমনা-ঢাকা সড়কের পঞ্চবটি থেকে মাথাভাঙা ছিনাইয়া এলাকা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সড়কের দুইপাশে গড়ে উঠা ৬০টি অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করা হয়।

-কুমিল্লা প্রতিনিধি

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর