মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মতৈক্য না হওয়ায় কেন্দ্রে জমা দুই কমিটি

বগুড়া জেলা আওয়ামী লীগ

আবদুর রহমান টুলু, বগুড়া

মতৈক্য না হওয়ায় কেন্দ্রে জমা দুই কমিটি

মতৈক্য না হওয়ায় কেন্দ্রে পৃথকভাবে দুটি কমিটি জমা দিয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক। গত শুক্রবার ঢাকায় ধানমন্ডি কার্যালয়ে এ কমিটি জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এতে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে স্থানীয় নেতা-কর্মীসহ বগুড়ার রাজনৈতিক মহলে। নেতা-কর্মীরা চেয়ে আছেন কেন্দ্রের দিকে। জানা যায়, ২০১৯ সালের ৭ ডিসেম্বর বগুড়া আওয়ামী লীগের সম্মেলন হয়। সম্মেলনে মজিবর রহমান মজনুকে সভাপতি এবং রাগেবুল আহসান রিপুকে সাধারণ সম্পাদক করা হয়। একই সঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সম্মেলনের উদ্বোধক প্রয়াত মোহাম্মদ নাসিম, টি জামান নিকেতাকে সহ-সভাপতি, মঞ্জুরুল আলম মোহন, সাগর কুমার রায় ও একেএম আসাদুর রহমান দুলুকে যুগ্ম-সম্পাদক এবং মাসুদুর রহমান মিলনকে অর্থ সম্পাদক ঘোষণা করেন। সম্মেলনের ১০ মাস পর পূর্ণাঙ্গ কমিটি গঠন হলেও মতৈক্য হয়নি সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে। তারা পৃথকভাবে দুটি কমিটি জমা দিয়েছেন। সভাপতি মজিবর রহমান মজনু সম্মেলনে ঘোষিত সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক ও অর্থ সম্পাদকের সঙ্গে কথা বলে কমিটি করলেও সাধারণ সম্পাদক এ বিষয়ে একমত হননি। সভাপতির কমিটিতে কারো পদোন্নতি আবার সাধারণ সম্পাদকের কমিটিতে অবনতি হয়েছে। আবার পুরাতন কমিটির গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিকে একজন বাদ দিয়েছেন অন্যজন তাকে আগের পদেই রেখেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। সভাপতি মজিবর রহমান মজনু জানান, জননেত্রী শেখ হাসিনার প্রত্যাশা অনুযায়ী ত্যাগী, ক্লিন ইমেজের সাবেক ছাত্রনেতা ও পুরাতন অভিজ্ঞদের সমন্বয়ে কমিটি গঠন করে জমা দিয়েছি। সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু জানান, সভাপতির সঙ্গে এক মত হতে না পেরে পৃথক কমিটি জমা দিয়েছি। নির্বাচিত নেতাসহ বিগত কমিটির নেতাদের সঙ্গে আলোচনা করে গঠন করা হয়েছে তার কমিটি। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা এসএম কামাল হোসেন জানান, সাংগঠনিক কার্যক্রমে তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র থেকে বিভাগীয় কমিটি করা হয়েছে। সমন্বয় করেই বগুড়া জেলা কমিটি ঘোষণা করা হবে।

সর্বশেষ খবর