বুধবার, ৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ব্রিজটি যেন মরণফাঁদ

ফরিদপুর প্রতিনিধি

ব্রিজটি যেন মরণফাঁদ

সালথা উপজেলার কাগদী ব্রিজটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী

ফরিদপুরের সালথা উপজেলার কাগদী বাজার সংলগ্ন খালের উপর কয়েক গ্রামের মানুষের চলাচলের জন্য নির্মিত ব্রিজটি মরণফাঁদে পরিণত হয়েছে। ২৫ বছর আগে নির্মিত ব্রিজটি এক যুগ ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। ভাঙা ব্রিজটিতে গাড়ি উঠার সময় প্রায়ই দুর্ঘটনা ঘটে। একাধিকবার ব্রিজটি সংস্কার নিয়ে স্থানীয়রা দাবি জানালেও আজও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসেনি। সরেজমিনে দেখা গেছে, কয়েক বছর আগে ব্রিজের মাঝখানে ভেঙে গিয়ে রড বের হয়ে যায়। এরপর থেকে ছোট যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ব্রিজটি মাঝমাঝি থেকে ভেঙে দেবে যাওয়ায় এটি আরো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পাশাপাশি ব্রিজটির দুই পাশের রেলিং ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা। স্থানীয় বাসিন্দা নাঈমুজ্জামান জানান, ভাঙা এই ব্রিজ দিয়ে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে কয়েক গ্রামের মানুষ। রাতে ব্রিজ দিয়ে চলাচল আরও ঝুকিপূর্ণ। ব্রিজটির পুনর্নির্মাণ জরুরি। উপজেলা প্রকৌশলী তৌহিদুল রহমান বলেন, ব্রিজটি পুনর্নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতরে চিঠি পাঠানো হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর