শিরোনাম
বুধবার, ৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

চিকিৎসকের অবহেলায় মৃত্যু লাশ নিয়ে বিক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রাজৈর উপজেলার টেকেরহাটের সিটি হসপিটাল ও ডায়াগস্টিক সেন্টারে। রাশিদার লাশ সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সামনে রেখে গতকাল বিক্ষোভ করেছেন স্বজনরা। সিটি হসপিতালের চিকিৎসক আঞ্জুমান আরা মনি অবহেলার কথা অস্বীকার করে বলেন, রোগী হার্ট ফেল করে মারা গেছে। নবজাতক সুস্থ রয়েছে। স্থানীয় সূত্র জানায়, রাজৈরের আমগ্রাম এলাকার শাহ জামালের স্ত্রী রাশিদার (২০) প্রসব বেদনা উঠলে সোমবার দিবাগত রাতে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসে। রাতেই হাসপাতালের চিকিৎসক আঞ্জুমান আরা মনি অপারেশন করেন। অপারেশন থিয়েটারেই রাশিদা মারা যায় বলে দাবি স্বজনদের। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ফরিদপুর মেডিকেলে নিয়ে যেতে বলেন তারা। মৃতের ভাই নুর হোসেন জানান, ফরিদপুর মেডিকেলে নিলে চিকিৎসক জানান রোগী অনেক আগেই মারা গেছে। টঙ্গীতে নবজাতকের মৃত্যু : গাজীপুরের টঙ্গীতে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। হোসেন মার্কেট এলাকার ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে গতকাল এ ঘটনা ঘটে। সন্ধ্যায় মৃতের পরিবার ও স্থানীয়রা হাসপাতালতে ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতালের চিকিৎসক লুৎফর রহমান বলেন, অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও রোগীদের সর্বোচ্চ সেবা দিতে চেষ্টা করি। নবজাতকের মৃত্যুতে আমাদের গাফিলতি ছিল না।

সর্বশেষ খবর