বুধবার, ৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
শ্লীলতাহানির ভিডিও ভাইরাল

আত্মসমর্পণের পর আসামি রিমান্ডে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় ঘুরতে আসা তরুণীকে শ্লীলতাহানি ও এর ভিডিও ধারণ করে ফেসবুকে ছেড়ে দেওয়ার ঘটনায় করা মামলার প্রধান আসামি রাহিম আদালতে আত্মসমর্পণ করেছে। পুলিশ তার ১০ দিনের রিমান্ড আবেদন করলে গতকাল বিচারক চার দিন মঞ্জুর করেন। রাহিম ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ছয়বাড়িয়া গ্রামের ধন মিয়ার ছেলে। সোমবার দুপুরে সে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠায়। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউটে কাঁশবনে ঘুরতে গিয়ে এক শারীরিক প্রতিবন্ধী তরুণী শ্লীলতাহানির শিকার হন। রাহিম ও তার সহযোগীরা মেয়েটির শ্লীলতাহানি ও ভিডিও ধারণ করে। এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর সদর থানার এসআই শরিফুল ইসলাম মামলা করেন।

সর্বশেষ খবর