বুধবার, ৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মহাসড়কে শত জনতা, মুক্তি চান দাদনের অভিশাপ থেকে

লালমনিরহাট প্রতিনিধি

মহাসড়কে শত জনতা, মুক্তি চান দাদনের অভিশাপ থেকে

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দাদন ব্যবসায়ীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার হাত থেকে মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন তিস্তার তীরবর্তী ছিন্নমূল মানুষ। লালমনিরহাট-বুড়ীমারী মহাসড়কে উপজেলার ভুল্যারহাট বাজারে গতকাল বৃষ্টিতে ভিজে এ মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন ভুক্তভোগীরা। অভিযুক্ত দাদন ব্যবসায়ী লাভলী বেগম উপজেলার ভোটমারী ইউনিয়নের দক্ষিণ ভুল্ল্যারহাট এলাকার শফিকুল ইসলামের স্ত্রী। মানববন্ধনে অংশ নেওয়া গ্রামবাসী জানান, লাভলী দীর্ঘদিন ধরে দাদন ব্যবসায় জড়িত। তিস্তার চরাঞ্চলের ছিন্নমূল মানুষদের অভাবের সুযোগ কাজে লাগিয়ে চরা সুদে দাদন ব্যবসা চালিয়ে যাচ্ছেন। স্ট্যাম্প ও চেকের বিপরীতে টাকা দিয়ে সুদ-আসলসহ কয়েকগুণ আদায় করার পরও স্ট্যাম্প ও চেকমূলে মামলা করে ছিন্নমূলদের হয়রানি করছেন তিনি। প্রতিবাদ করলে মারধর এমনকি মিথ্যা মামলায় আসামি করা হয়। তাদের অভিযোগ চড়া সুদ দিতে ব্যর্থ হয়ে অনেকে বাড়িছাড়া হয়েছেন। কোনোভাবেই ঋণের জাল থেকে মুক্তি না পেয়ে ইতোমধ্যে কয়েকজন আত্মহত্যা করছেন। ভুক্তভোগীরা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে বক্তৃতা করেন ভোটমারি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হযরত আলী, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন চৌধুরী, ইউনিয়ন ছাত্রদল সভাপতি সোহানুর রহমান মিঠুন, আনসার-ভিডিপির কমান্ডার সাইফুর রহমান, সমাজসেবক সাইদুল ইসলামসহ প্রমুখ।

 

সর্বশেষ খবর