বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

দুর্বিষহ জীবন কিন্ডারগার্টেন শিক্ষকদের

ছয় মাস বন্ধ স্কুল নেই বেতন-ভাতা

দিনাজপুর প্রতিনিধি

করোনাভাইরাসের প্রভাবে ছয় মাসেরও বেশি সময় ধরে বন্ধ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘদিন প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে আর্থিক সংকটে পড়েছেন বোচাগঞ্জ উপজেলার ৩৭টি কিন্ডারগার্টেনের ৪৮৫ জন শিক্ষক-কর্মচারী। পরিবার-পরিজন নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। জানা যায়, বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভাসহ ছয়টি ইউনিয়নে ৩৭টি কিন্ডারগার্টেন স্কুলে ৪৮৫ জন শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন। এ সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী সংখ্যা সাত হাজার ২১৪ জন। করোনা মহামারীর কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী গত ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। ফলে নিয়মিত বেতন-ভাতা পান না বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। বোচাগঞ্জ উপজেলা কিন্ডারগার্টের স্কুল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহামন হিরু জানান, তাদের সংগঠনভুক্ত ৩২টি কিন্ডারগার্টেনের শিক্ষক-কর্মচারী শিক্ষার্থীদের নিয়মিত মাসিক বেতন ও ডে-কেয়ার বা কোচিংয়ের আয়ের ওপরই নির্ভরশীল। শিক্ষার্থীদের মাসের বেতন দিয়েই শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়া হয়। করোনাকালে স্কুল বন্ধ থাকায় অভিভাবকরা নিয়মিত বেতন দিচ্ছেন না। আবার কেউ কেউ দিচ্ছেন অর্ধেক বেতন-যা দিয়ে শিক্ষক-কর্মচারীদের পুরো মাসের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। এমনকি কোনো ডে-কেয়ার বা কোচিং না থাকায় এ সব প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষক এখন বেকার হওয়ার উপক্রম হয়েছে। আমরা এখন পর্যন্ত সরকারি কোনো প্রণোদনাও পাইনি। এছাড়া কিন্ডারগার্টেন স্কুলের অধিকাংশই বাড়ি বা জায়গা ভাড়া নিয়ে কার্যক্রম চলে। বর্তমান নাজুক অবস্থার মধ্যে নিয়মিত ভাড়া দিতে না পারায় মালিকরা ঘর ছাড়ার তাগাদা দিচ্ছেন। এমন অবস্থা চলতে থাকলে অধিকাংশ বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে।

সর্বশেষ খবর