শিরোনাম
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বনগাঁও-জিগাতলা সড়কে ভোগান্তির শেষ নেই

শেরপুর প্রতিনিধি

বনগাঁও-জিগাতলা সড়কে ভোগান্তির শেষ নেই

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বনগাঁও বাজার থেকে জিগাতলা প্রাথমিক স্কুল পর্যন্ত ছয় কিলোমিটার রাস্তা খানাখন্দ আর কাদা-পানিতে একাকার হয়ে গেছে। ভোগান্তির শেষ নেই এ সড়ক দিয়ে চলাচল করা আশপাশের ১০ গ্রামের ১৫ হাজার মানুষের। চাষিরা জানান, কৃষিপ্রধান এই অঞ্চলে হাজার হাজার মণ ধান উৎপাদন হয়। রাস্তার বেহাল দশার কারণে বাজারে ধান আনা-নেওয়া করা যায় না। কম দামে ফড়িয়াদের কাছে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। কয়েকজন গো-খামারি জানান, এলাকার প্রধান রাস্তাটির কারণে বাজারে নিয়ে দুধও বিক্রি কারা যাচ্ছে না। সাধারণ মানুষের অভিযোগ রাস্তার কারণে এই এলাকার বাসিন্দাদের  সঙ্গে অন্য এলাকার কেউ আত্মীয়তা করতে চায় না। ২৫ বছর ধরে জনপ্রতিনিধিরা শুধু প্রতিশ্রুতি দিয়ে ভোট নিচ্ছেন। নির্বাচিত হওয়ার পর কেউ রাস্তাটি সংস্কার বা নতুন করে তৈরির উদ্যোগ নেননি। সরকারের কাছে এলাকাবাসীর দাবি, চলাচলের জন্য অন্তত সড়কটি ইট সোলিং করে দেওয়া হোক। স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টু জানান, এমপির সহায়তা ছাড়া দুই পয়সার কাজ করার ক্ষমতা চেয়ারম্যানের নেই। তিনি বলেন, শুনেছি রাস্তার টেন্ডার হয়েছে। উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হোসেন জানান, জনগুরুত্ব বিবেচনায় স্থানীয় এমপি রাস্তাটি করতে নির্দেশ দিয়েছেন। শিগগিরই কার্পেটিংসহ ইট সোলিংয়ের টেন্ডার হবে। আশা করি আগামী শীত মৌসুমেই মানুষ সুফল পাবে।

সর্বশেষ খবর