শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

নেত্রকোনা শহরে বসছে ২৫০ সিসি ক্যামেরা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলা শহরে চুরি-ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ রোধে ডিজিটাল সার্ভিলেন্স প্রকল্প হাতে নিয়েছে জেলা পুলিশ। শহরকে নিরাপদ ও অপরাধমুক্ত করতে সিসি ক্যামেরার আওতায় আনার কার্যক্রম শুরু হয়েছে। নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুনসী জানান, পৌর শহরের ১৪ কিলোমটিার এলাকায় সিসি ক্যামেরা বসানো হবে। এতে করে অপরাধের রহস্য উদঘাটন যেমন সহজ হবে তেমনি অপরাধ প্রবণতাও কমে আসবে। জেলা শহরের মানুষকে নিরাপদ রাখতে সিটি সার্ভিলেন্স প্রকল্পের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানে ২৫০টি ক্যামেরা স্থাপন করা হবে। প্রথম ধাপে প্রধান সড়ককেন্দ্রিক এলাকাকে আমরা গুরুত্ব দিচ্ছি। তিনি বলেন, মানুষকে অজ্ঞানসহ বিভিন্নভাবে চুরি ছিনতাই হচ্ছে নেত্রকোনা শহরে। এ ক্ষেত্রে সিসি ক্যামেরার বড় ভূমিকা থাকবে। অল্প দিনের মধ্যেই আমরা একটি ডিজিটাল নিরাপত্তা বলয় তৈরি করতে পারবো। শহরবাসীও এই সুবিধা ভোগ করতে পারবেন।

সর্বশেষ খবর