শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

খালে বাঁধ, পানিবন্দী পাঁচ গ্রামের মানুষ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

খালে বাঁধ, পানিবন্দী পাঁচ গ্রামের মানুষ

রাজশাহীর পুঠিয়ায় খালে বাঁধ দেওয়ায় দেখা দিয়েছে জলাবদ্ধতা

রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়ায় পানি প্রবাহের খালে বাঁধ দেওয়ায় পাঁচ গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এতে বাড়িঘর, রাস্তাসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। খালের বাঁধ ভেঙে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। ক্ষতিগ্রস্তরা জানান, শিলমাড়িয়া ইউনিয়নের পমপাড়া ও মঙ্গলপাড়া গোড়াগাছী বিলে মাছচাষের জন্য বাঁধ নির্মাণ করেছেন এলাকার প্রভাবশালীরা। দুই স্থানে অবৈধভাবে বাঁধ নির্মাণ করায় আশপাশের কয়েকটি গ্রামের শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। পাঁচ গ্রামের রাস্তা, বাড়িঘর, পানের বরজ, ফসলি জমিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। অভিযুক্ত মাছচাষী মোহন জানান, ‘আমি বাঁধ দিইনি। সেখানে যাদের পুকুর আছে তারা দিয়েছে। আমারও সেখানে পুকুর আছে, আমিও তাদের সঙ্গে আছি।’ শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে একবার বাঁধ ভেঙে দিয়েছি। তবে অনুমোদনবিহীন পুকুর খননের কারণেই এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা ব্যবস্থা নিচ্ছি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুমানা আফরোজ জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর