শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ছেলের মৃত্যুর বিচার চাইলেন মা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে ক্লিনিক কর্তৃপক্ষ ও চিকিৎসকের গাফিলতিতে ছেলের মৃত্যুর অভিযোগ এনে জড়িতদের বিচার চেয়েছেন এক বিধাবা নারী। ময়মনসিংহ প্রেস ক্লাবে গতকাল সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তোলা হয়। লিখিত বক্তব্যে মা আনোয়ারা বেগম বলেন, গত ১ অক্টোবর তার সাত বছরের শিশু সাজ্জাদের অ্যাপেন্ডিসাইডের ব্যথা উঠে। নগরীর চরপাড়ার ব্রাহ্মপল্লী এলাকার রেজিয়া ক্লিনিকের মালিক হাসানুজ্জামান তার ক্লিনিকে ভর্তি হওয়ার কথা বলেন। ভর্তির পর  রাতেই অপারেশন করতে হবে জানানো হয়। অপারেশন করেন ময়মনসিংহ মেডিকেলের সার্জন ডিসি বর্মণ ও অজ্ঞানের ডাক্তার টিকে সাহা ও ডাক্তার প্রীতি রঞ্জন রায়। ভোর রাতে কর্তৃপক্ষ তাদের ক্লিনিক থেকে বের করে দেয়। ছেলেকে কোলে নিয়ে ময়মনসিংহ মেডিকেলে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর