শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ঝুঁকিপূর্ণ ভবনে ডাক অফিসের কার্যক্রম

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঝুঁকিপূর্ণ ভবনে ডাক অফিসের কার্যক্রম

জরাজীর্ণ রানীশংকৈল ডাক অফিস -বাংলাদেশ প্রতিদিন

ভবনের ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ে অফিসকক্ষে। এতে নষ্ট হয় প্রয়োজনীয় চিঠিপত্র। প্রধান ফটকে নড়বড়ে গেট। অফিসের সাইনবোর্ডেও লেখা মুছে গেছে। সীমানাপ্রাচীর ভাঙা। দূর থেকে দেখে মনে হবে এটি পরিত্যক্ত বাড়ি। জরাজীর্ণ একতলা এই ভবনেই চলে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ডাক অফিসের কার্যক্রম। সরেজমিনে দেখা যায়, রাণীশংকৈল উপজেলা পরিষদের পাশে সড়ক ঘেঁষে ডাক অফিসের অবস্থান। মহাসড়ক ঘেঁষে রয়েছে সীমানাপ্রাচীর তা-ও ভাঙাচোরা। ভবনের চারপাশে জন্ম নিয়েছে ঝোঁপঝাড়। ভবনের পাশে পড়ে আছে দুর্গন্ধযুক্ত আবর্জনা। অফিসের প্রবেশপথের একমাত্র গেটটি নড়বড়ে। কক্ষগুলোর অবস্থা আরও করুণ। মেঝের প্লাস্টার উঠে সৃষ্টি হয়েছে গর্ত। ছাদের বিভিন্ন স্থানে ঢালাই উঠে রড বের হয়ে গেছে। দরজা-জানালা এতোটাই পুরনো যেন হাতের ছোঁয়া পেলেই ভেঙে পড়বে। উপজেলা পোস্ট মাস্টার গোলাম মোস্তফা জানান, ভবনটি পরিত্যক্ত ঘোষণা করলেও এখনো নতুন ভবন নির্মাণ হয়নি। বিদ্যুতের ওয়ারিংয়ের তার যখন-তখন ছিঁড়ে পড়ে। পরিত্যক্ত এই ভবনে জীবনের ঝুঁকি নিয়ে অফিস করছি। জানি না কখন দুর্ঘটনা ঘটে। উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্না বলেন, জরাজীর্ণ এই ডাক ভবনটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর