শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

গো-খাদ্য সংকট দূর করতে কাঁচা ধান কাটছে কৃষক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

চলতি বছর চতুর্থ দফায় বন্যায় তলিয়ে গেছে বগুড়ার সোনাতলা উপজেলার শত শত হেক্টর জমির আমন ধান। অপরদিকে দীর্ঘ সময় বন্যার পানি অবস্থান করায় ওই উপজেলায় গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। গরুর খাবার সংগ্রহের জন্য কৃষক মাঠের রোপা আমন ধান কাটতে শুরু করেছেন।

জানা যায়, সোনাতলায় চলতি বছর চার দফা বন্যায় শত শত হেক্টর জমির ধান, মাসকালাই, মরিচ, শাকসবজি ফসল তলিয়ে গেছে। এতে করে কৃষক দিশাহারা হয়ে পড়েছেন। খাবুলিয়া এলাকার জাহিদুল ইসলাম, মহেশপাড়ার ফিরোজ, জন্তিয়ার পাড়ার কামাল জানান, পরপর তিনবার জমিতে ধান রোপন করেও শেষ রক্ষা হলো না। অবশেষে জমির রোপন করা ধান গো খাদ্যের সংকট মোকাবেলায় কাটতে বাধ্য হতে হচ্ছেন। বুধবার সরজমিনে উপজেলার তেকানীচুকাইনগর, মধুপুর, পাকুল্লা, জোড়গাছা, সদর ও পৌরসভার বিভিন্ন জায়গায় গিয়ে কাঁচা ধান কাটতে দেখা গেছে। এ ব্যাপারে কৃষি কর্মকর্তা মাসুদ আহমেদ জানান, চলতি বছরের বন্যায় ওই উপজেলায় রেকর্ড পরিমাণ ফসল নষ্ট হয়েছে। আমন ধান বারবার বন্যার পানিতে তলিয়ে গেছে।

সর্বশেষ খবর