শনিবার, ১০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বেনাপোল দিয়ে ভারত গেছে এক হাজার ৮৭৫ মেট্রিক টন ইলিশ

বেনাপোল প্রতিনিধি

দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা হিসেবে যশোরের বেনাপোল বন্দর দিয়ে এক হাজার ৮৭৫ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। যার মূল্য এক কোটি ৮৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। প্রতি কেজি ইলিশের দর নির্ধারণ করা হয়েছে ১০ মার্কিন ডলার। রফতানি করা প্রতিটি ইলিশের সাইজ এক কেজি ২০০ গ্রাম। বৃহস্পতিবার সর্বশেষ চালানে ১৯৭ মেট্রিক টন ইলিশ ভারত পাঠানো হয়। শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান জানান, বাণিজ্য মন্ত্রণালয় দুই দফায় ১৩ জন রফতানীকারককে এক হাজার ৮৭৫ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানোর অনুমতি দিয়েছে। গত ১৪ সেপ্টেম্বর ১২ মেট্রিক টনের ইলিশের প্রথম চালান ভারত যায়। আর ৮ অক্টোবর বিকালে সর্বশেষ চালানে পাঠানো হয় ১৯৭ মেট্রিক টন। মোট ইলিশ রফতানি হয়েছে  এক হাজার ৮৭৫ মেট্রিক টন। ২০১২ সালের ১ আগস্ট বাংলাদেশ ইলিশ রফতানি নিষিদ্ধ ঘোষণা করে। এর গত বছর শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা হিসেবে ৫০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছিল সরকার।

সর্বশেষ খবর