শনিবার, ১০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

অবহেলায় মৃত্যুর অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর শহরের ডিজিটাল এ্যাপোলো হাসপাতালে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। জানা যায়, মাদারীপুরের ডাসার থানার আটিপাড়া গ্রামের রুনা আক্তার (২২) নামে এক প্রসূতির প্রসব বেদনা উঠে। গতকাল সকাল ৮টার দিকে ডিজিটাল এ্যাপোলো হাসপাতালে নিয়ে আসে। সাড়ে ১০টার দিকে হাসপাতালের চিকিৎসক ডা. ফায়সাল কাবীর ও ডা. ফারজানা আফিয়া মেঘলা প্রসূতিকে সিজার করে পুত্র সন্তান জন্ম দেন। এ সময় প্রসূতির রক্ত প্রয়োজন বলে তার স্বামী রমজানকে অন্যত্র পাঠান। হাসপাতাল কর্তৃপক্ষ প্রসূতির অবস্থার খারাপ বলে নিজেরাই অ্যাম্বুলেন্সে তুলে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেয়।

ফরিদপুর মেডিকেলের চিকিৎসকরা জানান দেড় থেকে দুই ঘণ্টা আগে প্রসূতি মারা গেছে। রমজান জানান, সিজার করার সময় এনেস্থিশিয়া ডাক্তার ছিল না। আমার স্ত্রী ভুল চিকিৎসায় মারা গেছে। ডিজিটাল এ্যাপোলো হাসাতালের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান মনির ভুল চিকিৎসার কথা অস্বীকার করে বলেন, ‘আমাদের কোনো অবহেলা ছিল না।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান মিয়া জানান, নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। স্বজনরা অভিযোগ করলে তদন্ত করে  দেখা হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর