শনিবার, ১০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ইউপি মেম্বারদের অনিয়ম!

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার তিতাসে নারান্দিয়া ইউনিয়ন পরিষদের ছয়জন মেম্বারের নানা অনিয়ম এবং ওই মেম্বারদের উত্থাপিত অভিযোগের প্রতিবাদে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছেন ইউপি চেয়ারম্যান। একই বিষয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। উপজেলার আসমানিয়া বাজারের নারান্দিয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী অফিসে সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান ইঞ্জি. সালাহউদ্দিন বলেন, মেম্বার জুলফিকার আলীম মনির হোসেন, বিল্লাল হোসেন, মুকবুল হোসেন, ফরিদ উদ্দিন ও মাসুম মিয়া বিভিন্ন প্রকল্পের অনিয়ম ও ভাতাভোগীদের কার্ড বিতরণে অর্থ কেলেঙ্কারির সঙ্গে জড়িত। বিএনপি-জামাতপন্থি এসব মেম্বার তাদের অপরাধ ঢাকতে আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। তিনি নিজেকে পর পর দুইবার ইউপি চেয়ারম্যান উল্লেখ করে বলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার জনপ্রিয়তায় তারা ঈর্ষান্বিত। জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেম্বার লিয়াকত আলী, জাকারিয়া হোসেন, ফজলুল হক, মাসুরা আক্তার, রুবিনা বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান শান্তি, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাল, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, আসমানিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক হাতাব ভূঁইয়া, তাইজুদ্দিন আহমেদ, পাভেল মাহমুদ, নুরুল আফজা, জহিরুল ইসলাম দুলাল প্রমুখ। এদিকে একই সময় আসমানিয়া বাজারে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন হয়। এতে ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক লোক অংশ নেন। মানববন্ধনে বক্তারা চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর