শনিবার, ১০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

জোর করে স্কুল কমিটি গঠন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা উপজেলার আবেদা-নূর বালিকা উচ্চ বিদ্যালয়ে জোর করে এডহক কমিটি গঠনের অভিযোগ উঠেছে। কুমিল্লা শিক্ষা বোর্ডে অভিযোগটি করেন আবেদা-নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান নাশেতা নাহরীর হোসেন। অভিযোগের বিষয়ে গতকাল স্কুলে এসে তদন্ত করেছেন চান্দিনা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কানিজ আফরোজ। নাশেতা নাহরীর অভিযোগ করেন, তার পিতা সাবেক শিক্ষা সচিব ইরশাদুল হক সারা জীবনের সঞ্চয় দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান করেন। সেগুলো আবেদা-নূর ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হয়। পিতার মৃত্যুর পর তিনি ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব পান। তিনি করোনার কারণে বিদেশে আটকা পড়েন। এই ফাঁকে স্থানীয় গল্লাই ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিনসহ এক পক্ষ প্রধান শিক্ষককে ভয় দেখিয়ে কাগজে সই নিয়ে এডহক কমিটি গঠন করেন। যা সম্পূর্ণ বেআইনি। কারণ এটি ট্রাস্টভুক্ত প্রতিষ্ঠান। এখানে ফাউন্ডেশনের চেয়ারম্যানের অনুমতি ছাড়া কমিটি গঠনের সুযোগ নেই। ইউপি চেয়ারম্যানের বলেন, তিনি জোর করে কমিটি করেননি। এলাকাবাসী অনুরোধ করায় তিনি রাজি হয়েছেন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর