শনিবার, ১০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

এক পলক

ট্রেনে কাটা পড়ে মৃত্যু

নাটোরের নলডাঙ্গা উপজেলার কুচিয়ামারা এলাকায় আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ফরিদা বেগম (৩৫) নামে এক গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে। নিহত ফরিদা বেগম নিকটবর্তী রাজশাহীর বাগমারা উপজেলার কাতিলা গ্রামের মো. আব্দুর রাজ্জাকের স্ত্রী। এদিকে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনির কাছে রসুলপুর নামক স্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক (২২) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে এক এ দুর্ঘটনা ঘটে। গতকাল রেল লাইন থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। -প্রতিদিন ডেস্ক

অটোভ্যান ছিনতাই

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জলঙ্গি এলাকায় চালককে ছুরিকাঘাত করে অটোভ্যান ছিনতাই করা হয়েছে। গতকাল পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে জুয়েল প্রামাণিক নামে একজনকে গ্রেফতার ও ছিনতাই হওয়া অটোভ্যানটি উদ্ধার করেছে। জুয়েলকে আদালতে পাঠানো হয়েছে। ছিনতাইয়ের ঘটনাটি ঘটে গত বুধবার রাতে। 

-নিজস্ব প্রতিবেদক, বগুড়া

নৌকার প্রার্থীর ইশতেহার

কুমিল্লার দাউদকান্দি উপজেলা নির্বাচন ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের আওয়ামী লীগের দলীয় উপজেলা  চেয়ারম্যান প্রার্থী মেজর মোহাম্মদ আলী সুমন গতকাল দুপুরে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে তিনি  দাউদকান্দির উন্নয়নে নানা  প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব চৌধুরী, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, বাসুদেব ঘোষসহ দলের অঙ্গ ও সহযোগী সংঠনের নেতারা উপস্থিত ছিলেন।  

-দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

ব্যবসায়ীকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

ফরিদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে ৯ লাখ ৯৪ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের কানাইপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত ওই ব্যবসায়ীর নাম বিশ্বনাথ সাহা (৫৬)। তিনি কানাইপুর বাজার সংলগ্ন হরলাল সাহার ছেলে ও আকাশ অটোরাইচ মিলের স্বত্বাধিকারী। বিশ্বনাথের ছেলে আকাশ জানান, তার বাবা রাতে মিল থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে ছয় দুর্বৃত্ত বাবার দুই হাত, মুখ ও পিঠে ধারাল অস্ত্রে দিয়ে কুপিয়ে জখম করে সঙ্গে থাকা প্রায় ১০ লাখ টাকা নেয়। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর এলাকাবাসীর সহায়তায় বাবাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কোতোয়ালি থানার ওসি জানান, পুলিশ রাতেই অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করেছে। ছিনতাই হওয়া কিছু টাকাও উদ্ধার করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলছে।

-ফরিদপুর প্রতিনিধি

গরু লুট

ফেনী সদর উপজেলার উত্তর কাশিমপুরে ব্যবসায়ী টুটুলের খামার থেকে ৯টি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা। টুটুল জানায়, বৃহস্পতিবার রাতে খামারের পেছন দিয়ে দেয়াল টপকে ভিতরে ঢুকে নৈশপ্রহরী রুহুল আমিনকে বেঁধে তার কাছ থেকে চাবি নিয়ে নেয়। পরে তারা খামারের ১০টি গরু ট্রাকে তোলার সময় একটি পা মচকে গর্তে পড়ে যায়। দুর্বৃত্তরা ৯টি গরু নিয়ে চলে যায়। গরুর আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। এ ব্যাপারে গতকাল ফেনী মডেল থানায় অভিযোগ করা হয়েছে। -ফেনী প্রতিনিধি

বিদ্যুৎস্পৃষ্ট

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বিকালে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের পশ্চিম নলুয়া বুদ্ধিনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ মনিজা খাতুন (৩৩), ধানসিঁড়ি ইউনিয় ১ নম্বর ওয়ার্ডের আনাজ হকের বাড়ির আব্দুর রহমানের স্ত্রী এবং দুই সন্তানের জননী।-নোয়াখালী প্রতিনিধি

মেঘনায় মানববন্ধন

কুমিল্লা মেঘনা উপজেলার মেঘনা নদীর রামপ্রসাদের চর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের প্রতিবাদে গতকাল বিকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় চালিয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ সরকার। বক্তৃতা করেন মেঘনা উপজেলা আওয়ামী লীগ নেতা মো. হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কামরুজ্জামান সালাম, উপজেলা কৃষক লীগ নেতা জয়নাল ভান্ডারী প্রমুখ।

-দাউদকান্দি কুমিল্লা প্রতিনিধি

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর