শনিবার, ১০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

আগুনে পুড়ল বন্যা দুর্গতদের মালামাল

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের মিঠাপুকুরে অগ্নিকান্ডে বন্যা দুর্গতদের জন্য জরুরি ব্যবহার্য জিনিসপত্র ও হস্তশিল্পের কাপড়সহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার রাতে উপজেলার বলদীপুকুরে বেসরকারি সংস্থা ইসলামিক রিলিফ কার্যালয়ের গুদামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ইসলামিক রিলিফের বলদীপুকুর কার্যালয়ের গুদামের কর্মকর্তা বাবলু খন্দকার জানান, ক্যাম্পাসের ভেতর একটি হস্তশিল্প রয়েছে। এখানে নাওয়ার মহিলা সমবায় সমিতি লিমিটেডের ৯ শতাধিক নারী হস্তশিল্পের কাজ করেন। হস্তশিল্পের সঙ্গেই গুদাম ঘর রয়েছে। রাতে হঠাৎ গুদামের ভেতরে আগুন লাগে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের উৎস বলে ধারণা করা হচ্ছে। মিঠাপুকুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অধিনায়ক কাজল মিয়া বলেন, রংপুর সদর ও পীরগঞ্জের চারটি ইউনিট একসঙ্গে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

সর্বশেষ খবর