রবিবার, ১১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

গড়াই নদীতে বিলীন সেতু রক্ষা বাঁধের ৫০ মিটার

কুষ্টিয়া প্রতিনিধি

গড়াই নদীতে বিলীন সেতু রক্ষা বাঁধের ৫০ মিটার

কুষ্টিয়ায় গড়াই নদীর ওপর নির্মিত শেখ রাসেল সেতু রক্ষা বাঁধে ফের ধস দেখা দিয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে সেতুর পূর্ব পাশের হরিপুর প্রান্তে বাঁধের প্রায় ৫০ মিটার নদীগর্ভে চলে গেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। জানা যায়, প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ২০১৭ সালে উদ্বোধন করা হয় কুষ্টিয়া শহর সংলগ্ন হরিপুরবাসীর স্বপ্নের এই সেতু। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে নির্মিত এ সেতু রক্ষার জন্য উভয় পাড়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে রক্ষাবাধ নির্মাণ করা হয়। এর মধ্যে হরিপুর অংশে প্রায় ৩৫০ মিটার ও কুষ্টিয়া শহর অংশে রয়েছে ৫০ মিটার। শনিবার সেতু সংলগ্ন বাঁধের প্রায় ৫০ মিটার অংশের ব্লক ও জিও ব্যাগ নদীতে ভেসে গেছে। ভাঙ্গা বাঁধের পাশেই রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেশকিছু ঘরবাড়ি। এদিকে এই বাঁধ দেখভাল ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে নারাজ স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ও এলজিইডি। কুষ্টিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী পীযুষ কৃষ্ণ কুন্ডু বলেন, ‘শখ রাসেল সেতু ও নদী শাসন বাঁধ নির্মাণ করেছে এলজিইডি। তাই এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের। এ ব্যাপারে পাউবোর কিছু করার নেই। সদর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জহুরুল ইসলাম বলেন, ‘বিষয়টি শুনেছি, আমার জানামতে এই বাঁধ দেখভালের দায়িত্ব পানি উন্নয়নের বোর্ডের। এলজিইডির কোনো দায়িত্ব আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে’।

সর্বশেষ খবর