রবিবার, ১১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

দৌলতখান পৌর নির্বাচন ঘিরে প্রার্থীদের দৌড়ঝাঁপ

ভোলা প্রতিনিধি

দৌলতখান পৌর নির্বাচন ঘিরে প্রার্থীদের দৌড়ঝাঁপ

ভোলার দৌলতখান পৌর নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। নির্বাচনের ২-৩ মাস বাকি থাকতেই তারা ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে মাঠে নেমেছেন। ইতিমধ্যে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এমনকি পাড়ায় মহল্লায়ও শুভেচ্ছা জানিয়ে রং বেরঙের পোস্টার চোখে পড়ছে। পাশাপাশি কেন্দ্রীয় মনোনয়ন পেতেও প্রার্থীরা তদবির চালাচ্ছেন। এরা সবাই সরকার দলীয় প্রার্থী। বিএনপি কিংবা বিরোধী দলীয় কোন প্রার্থীকে মাঠে নামতে দেখা যায়নি। তাদেও কোনো পোস্টার ব্যানারও নেই। আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা জানান, পরিস্থিতি স্বাভাবিক থাকলে ডিসেম্বর-জানুয়ারিতে দৌলতখান পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে হচ্ছেন তা এখনো স্পষ্ট নয়। তবে হাট বাজার কিংবা চায়ের দোকানসহ বিভিন্ন আড্ডায় বর্তমান পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, জেলা যুবলীগের সহ-সভাপতি খায়রুল হাসান খোকন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দৌলতখান উপজেলার সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ বাবুল চৌধুরী, দৌলতখান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেকের নাম শোনা যাচ্ছে। কারো কারো সমর্থকরা মাঝেমধ্যে মিছিল করে মনোনয়নপ্রত্যাশীদের অবস্থান জানান দিচ্ছেন। দৌলতখান পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম জানান, এ পর্যন্ত ছয়জন প্রার্থী আলোচনায় এসেছেন। দলীয়ভাবে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। দলের হাই কমান্ড যাকে মনোনয়ন দেবে আমরা তারই নির্বাচন করবো।

সর্বশেষ খবর