রবিবার, ১১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

চোর আতঙ্কে রাত কাটে ব্যবসায়ীদের

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লাকসাম উপজেলার বিজরা বাজারে প্রায়ই চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। এতে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। দোকান বন্ধ করে বাড়িতে গেলেও-দোকানের মালামাল না চুরি হয়ে যায় এই ভয়ে রাত কাটে তাদের। কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিজরা বাজারের ব্যবসায়ীরা। লিখিত বক্তব্যে ব্যবসায়ী ঝুটন চন্দ্র ভৌমিক বলেন, বাজারে একের পর এক চুরি-ডাকাতির ঘটনায় তারা এখন আতঙ্কিত। এলাকাবাসী ও ব্যবসায়ীরা এ সব ঘটনায় মামলা, মানববন্ধন, প্রতিবাদ সভা করেও প্রতিকার পাচ্ছেন না। গত ১৯ আগস্ট রাতে তার মা মনি স্বর্ণ শিল্পালয়ে চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকানের লকারসহ ১৬টি তালা ভেঙে ৭ ভরি সোনা, ৪০ ভরি রূপা ও নগদ ৭০ হাজার টাকা লুট করে নেয়। এই পর্যন্ত ১৩টি দোকানে চুরি-ডাকাতি হলেও কোনো ব্যবসায়ীর মামলামাল উদ্ধার বা অপরাধীরা ধরা পড়েনি। লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন বলেন, আমরা স্বর্ণ ব্যবসায়ীর মালামাল উদ্ধার এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছি। এছাড়া প্রতিটি বাজারেই চুরি-ডাকাতি বন্ধে পুলিশের রাতের টহল জোরদার করা হয়েছে।

সর্বশেষ খবর