রবিবার, ১১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
অবহেলায় প্রসূতির মৃত্যু

শালিসে উপস্থিত থাকায় এসআই ক্লোজড

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর শহরের ডিজিটাল এ্যাপোলো হাসপাতালে চিকিৎসকের অবহেলায় প্রসূতি মৃত্যুর ঘটনা পুলিশের উপস্থিতিতে দুই লাখ টাকায় মীমাংসা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সদর থানার এসআই জহুরুল ইসলাম শালিস মীমাংসায় উপস্থিত থাকায় তাকে গতকাল ক্লোজ করা হয়েছে। অন্যদিকে তদন্ত চলাকালীন হাসপাতালের দুই চিকিৎসকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার মাদারীপুরের ডাসার থানার আটিপাড়া গ্রামের রুনা আক্তারকে ডিজিটাল এ্যাপোলো হাসপাতালে নিয়ে আসে। চিকিৎকের অবহেলায় ওই প্রসূতি মারা যান। এই ঘটনায় রাতে সদর থানার এসআই জহুরুল ইসলাম, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান মনিরসহ কয়েকজন দুই লাখ টাকায় বিষয়টি মীমাংসা করে। মাদারীপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবির হোসেন বলেন, ‘মীমাংসার বিষয়টি আমি শুনেছি। মীমাংসার সময় এসআই জহুরুল ইসলাম উপস্থিত থাকার বিষয়টিও জেনেছি। পুলিশ সুপার তাকে ক্লোজ করে পুলিশ লাইনসে সংযুক্ত করেছেন।’ মাদারীপুরের সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম বলেন, ‘মীমাংসার বিষয় আমি জানি না।’

 ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর বিষয়ে তদন্ত করে দেখা হবে।’

সর্বশেষ খবর