রবিবার, ১১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সড়কের পাশে মেশিন বসিয়ে তামাক গুঁড়া

হুমকিতে জনস্বাস্থ্য

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশে উন্মুক্ত পরিবেশে মেশিনে তামাক পাতা ও ডাটা গুঁড়া করায় পরিবেশ দূষণ হচ্ছে। হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য। এর প্রতিবাদ করেও ফল পাচ্ছেন না এলাকাবাসী। বাতাসে তামাক গুড়া ছড়িয়ে গ্রামের অনেক শিশু ও বয়স্ক মানুষ সর্দি ও শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। প্রতিদিন মারা যাচ্ছে পাশের একটি ডেইরি ফার্মের মুরগি। স্থানীয়রা জানান, গ্রামে উন্মুক্ত স্থানে তামাক পাতা ও ডাটা গুঁড়া করায় বিষাক্ত ধোঁয়া বাতাসে মিশে পরিবেশ দূষণ হচ্ছে। তামাক পাতা গুঁড়া করার জন্য মেশিন চালু হওয়া মাত্রই ধুলায় অন্ধকার হয়ে যায় পুরো এলাকা। পথচারীদের নাক-মুখ ঢেকে চলাচল করতে হয়। তামাকের দুর্গন্ধে আশপাশের মানুষ ঘর-বাড়িতেও থাকতে পারছেন না। স্থানীয় শফিকুল ইসলাম বলেন, সড়কের পাশে উন্মুক্ত জায়গায় তামাক পাতা গুঁড়া করায় এখানে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। মেশিন মালিক হাফিজুল ইসলাম জানান, নিজের চাতালে তামাক গুঁড়া করে বিক্রি করি। এতে পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না। কালীগঞ্জের ইউএনও বলেন, উন্মুক্ত স্থানে বা খোলামেলা পরিবেশ তামাক পাতা গুঁড়া করার নিয়ম নেই।

সর্বশেষ খবর