রবিবার, ১১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

প্রতিবন্ধী শিশুকে বেঁধে নির্যাতন

নাটোর প্রতিনিধি

নাটোর শহরের হরিশপুর এলাকায় এক প্রতিবন্ধীকে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে এক সাবেক পুলিশ সদস্যসহ তার পরিবারের বিরুদ্ধে। শিশুরা ক্রিকেট খেলার সময় একটি বল ওই সাবেক পুলিশ সদস্যের বাড়ির মধ্যে পড়ে। এ সময় বাকপ্রতিবন্ধী শিশু জাবেদ বলটি আনার জন্য ওই বাড়িতে গেলে সাবেক পুলিশ সদস্য ও তার পরিবারের সদস্যরা বেঁধে তাকে মারধর শুরু করে। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বাড়িটি ঘিরে ফেললে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। গতকাল দুপুরে শহরের হরিশপুর চেয়ারম্যানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে হাবিবুর রহমান শিশুটিকে বেঁধে রাখার কথা স্বীকার করলেও নির্যাতন করার কথা অস্বীকার করেন। অপরদিকে সেখানে উপস্থিত থানার পুলিশ সদস্যরা কোনো মন্তব্য করেননি।

সর্বশেষ খবর