রবিবার, ১১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

প্রবাসীর স্ত্রীকে অপহরণ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া শহরের মালতিনগর থেকে এক প্রবাসীর স্ত্রীকে অপহরণ করায় মামলা হয়েছে। ৪ অক্টোবর বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ করা মামলাটি তদন্তে আদালত থেকে পিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে।  মামলাসূত্রে জানা যায়, মামলার বাদী মালতিনগর মাটির মসজিদ লেনের মাহমুদুর রহমানের স্ত্রী সৈয়দা সাজেদা বেগম। ২০১০ সালে তাদের মেয়ে সাফিয়া আকতার সেতুর বিয়ে হয় আকতারুজ্জামানের সঙ্গে। দীর্ঘদিন ধরে আকতারুজ্জামান কুয়েতে অবস্থান করছেন। স্বামী বিদেশ থাকায় সেতু বাবার ভাড়া বাসায় থাকতেন। সে বাসার তিন তলায় ভাড়া নেন নওগাঁ পুলিশ লাইনসের রিজার্ভ এএসআই জালাল উদ্দিন। পরিচয়ের এক পর্যায়ে জালাল সেতুকে বিয়ের প্রস্তাব দেন। রাজি না হওয়ায় ৩০ সেপ্টেম্বর বিকালে সেতুকে অপহরণ করা হয়। অপহরণে বাধা দিতে এসে ছুরিকাঘাতে আহত হন সেতুর বাবা মাহমুদুর রহমান। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অপহরণকারীরা আলমারি থেকে ৭ ভরি সোনার অলঙ্কার ও ৩ লাখ টাকা লুটে নেয়।

বগুড়ার সিনিয়র আইনজীবী ওয়াজেদুর রহমান ওয়াজেদ জানান, মামলাটি তদন্তে পিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর