রবিবার, ১১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
টিএমএসএস মেডিকেল

যাত্রা শুরু কৃত্রিম হাত-পা সংযোজন সেন্টারের

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল ঠেঙ্গামারা বগুড়ায় গতকাল কৃত্রিম হাত, পা সংযোজন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক শিরিন খান। এর আগে আলোচনা সভায় বক্তব্য রাখেন আশেকুল ইসলাম, অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, ডা. মতিউর রহমান, অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ইজার উদ্দিন প্রমুখ। উপস্থিত ছিলেন ইয়াসমিন ইসলাম, সুমাইয়া ইসলাম, অধ্যাপক ডা. শাহারুল ইসলামসহ টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের ডাক্তার ও কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তারা বলেন উত্তরবঙ্গে এই প্রথম কৃত্রিম হাত, পা সংযোজন সেন্টার চালু হলো। যার মাধ্যমে দুর্ঘটনা বা অন্য কোনো কারণে হাত-পা হারানো মানুষ অল্প খরচে এখান থেকে কৃত্রিম অঙ্গ সংযোজন করতে পারবেন।

উল্লেখ্য, এই সেন্টারে উদ্বেধনী দিনে সড়ক দুর্ঘটনায় পা হারানো বিজয় রাজ নান্টুর কৃত্রিম পা সংযোজন করা হয়।

সর্বশেষ খবর