রবিবার, ১১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

‘অপারেশন ক্লিন সুইপ’

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের ফুটপাত ও চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে জেলা পুলিশের ‘অপারেশন ক্লিন সুইপ’ অভিযান পরিচালিত হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের নির্দেশনায় গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত তিনভাগে বিভক্ত হয়ে শহরজুড়ে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় বঙ্গবন্ধু সড়কের ফুটপাথে বিভিন্ন অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয় এবং বিভিন্ন আসবাবপত্র জব্দও করা হয়। পাশাপাশি ফুটপাতে থাকা হকাদের কঠোরভাবে সতর্ক দেওয়া হয় ভবিষ্যতের জন্য। ফুটপাতে পার্কিং করে রাখা বিভিন্ন যানবাহনের মালিকদেরও সতর্ক করে দেওয়া হয়েছে। অভিযানের নেতৃত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শফিউল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মো. মেহেদী ইমরান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সালেহ উদ্দিন, নারায়ণগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান ও উপ-পরিদর্শক আব্দুল হাইসহ অন্য কর্মকর্তারা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর