সোমবার, ১২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

অটো চলাচলের বৈধতা চেয়ে সড়ক অবরোধ

মন্ত্রীর আশ্বাসে প্রত্যাহার

লালমনিরহাট প্রতিনিধি

চলাচলের বৈধতাসহ পুলিশি হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটের কাকিনা-রংপুর বাইপাস সড়ক অবরোধ করেন থ্রি-হুইলার মালিক শ্রমিক লীগ। গতকাল বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত সড়কের সিরাজুল মার্কেট থেকে দেড় কিলোমিটার পথ অবরোধ করেন শ্রমিক-মালিকরা। এ সময় রংপুর নগরীর বাংলাদেশ ব্যাংক মোড় থেকে কালীগঞ্জের কাকিনা বাজার পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। পরে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ অডিও বার্তায় শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে দাবি আদায়ের প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। অবরোধকারীরা জানান, লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার লাখ লাখ মানুষ গংগাচড়া শেখ হাসিনা সেতু হয়ে রংপুরের সঙ্গে চলাচল করছে। এ সড়কে বাস, ট্রাকসহ ভারী যানবাহন চলাচলের সুযোগ নেই। এ কারণে এই চার উপজেলার মানুষ মোটরসাইকেল, অটোরিকশা ও থ্রি-হুইলার (সিএনজি) যোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ রংপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করছে। সম্প্রতি রংপুর মেট্রোপলিটন ও কালিগঞ্জ থানা পুলিশ এ সড়কে থ্রি-হুইলার চলাচলে নিষেধ করে। একই সঙ্গে রংপুর মেট্রো থ্রি-হুইলার রংপুরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। এতে কয়েক হাজার থ্রি-হুইলার চালক-মালিকের পথে বসার উপক্রম হয়েছে।

সর্বশেষ খবর