সোমবার, ১২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ভাঙন আতঙ্কে ২০ গ্রামের মানুষ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ভাঙন আতঙ্কে ২০ গ্রামের মানুষ

ভাঙনের কবল থেকে বাঁধ রক্ষার চেষ্টা স্থানীয়দের -বাংলাদেশ প্রতিদিন

বগুড়ার শেরপুরে সাহেববাড়ি বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন দেখা দিয়েছে। তিন দিন বাঙ্গালী নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বাঁধের প্রায় এক হাজার মিটার নদীতে বিলীন হয়ে গেছে। এতে স্থানীয় বিনোদপুরসহ অন্তত ২০ গ্রামের মানুষ ভাঙনের মুখে পড়েছে। আতঙ্কে দিন কাটছে এসব গ্রামের মানুষের। ভাঙন ঠেকাতে চাঁদা তুলে নিজেরাই বালু ও মাটিভর্তি বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শেরপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিমাই ঘোষ জানান, করতোয়া নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তার ওয়ার্ডের নামা ঘোষপাড়া, পূর্বদত্তপাড়া, উত্তর সাহাপাড়া ও দক্ষিণ সাহাপাড়া এলাকায় পানি ঢুকে পড়েছে। পানিবন্দী হয়ে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন তারা। সরেজমিন গিয়ে দেখা যায়, শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের সাহেববাড়ি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাংশ (প্রায় এক হাজার মিটার) নদীগর্ভে চলে গেছে।  যে কোনো সময় পুরো বাঁধটি ধসে যেতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। বাঁধটি ভেঙে গেলে উপজেলার সুঘাট, সীমাবাড়ী, বিশালপুর, ভবানীপুরের একাংশসহ তাড়াশ, রায়গঞ্জ উপজেলাসহ সিরাজগঞ্জের বিশাল এলাকা প্লাবিত হবে। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, সেখানে জরুরি ভিত্তিতে একটি রিং বাঁধ তৈরি করা হচ্ছে। বাঙ্গালী নদীর পানি কমে গেলে বাঁধটিতে স্থায়ীভাবে কাজ করা হবে। এ জন্য একটি প্রকল্প অনুমোদন হয়েছে এবং কাজের জন্য ঠিকাদারও নিযুক্ত হয়েছেন। শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ জানান, তার দফতরের পক্ষ থেকে বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। বন্যাকবলিত এলাকার জনপ্রতিনিধিদের ক্ষয়ক্ষতি নিরূপণ ও বানভাসিদের তালিকা করতে বলা হয়েছে।

 

সর্বশেষ খবর