সোমবার, ১২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

আট দিন পর মুক্তি এএসআই প্রত্যাহার

নির্দোষ বৃদ্ধ কারাগারে

পটুয়াখালী প্রতিনিধি

শুধু নামের মিল থাকায় বিনা অপরাধে ৮ দিন কারাভোগ করে মুক্তি পেয়েছেন পটুয়াখালীর গলাচিপার হাবিবুর রহমান (৮০)। গতকাল যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আবুল বাসার মিয়া তাকে মুক্তির আদেশ দেন। আদালতের নির্দেশ পাওয়ার পরই তাকে ছেড়ে দেয় জেলা কারাগার কর্তৃপক্ষ। এদিকে নিরাপরাধ হাবিবুর রহমানকে জেলহাজতে পাঠানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে গলাচিপা থানার এএসআই আল আমিনকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। বৃদ্ধ হাবিবুর রহমানের আইনজীবী এটিএম মোজাম্মেল হোসেন তপন জানান, পুলিশের ভুলের কারণে হাবিবুর রহমানকে ৮ দিন বিনা দোষে সাজা খাটতে হয়েছে। হাবিবুর রহমান আসামি না হওয়ায় তাকে স্বসম্মানে মুক্তি দেয় আদালত। আদালত বলেছে যারা প্রকৃত অপরাধী এবং এ ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, নাম ও পিতার নামের মিল থাকায় অসাবধানতাবশত ওই বৃদ্ধকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট আদালতে আবেদন করে কারামুক্ত করা হয়েছে। নির্দোষ ব্যক্তিকে জেলহাজতে পাঠানোর ঘটনায়  গলাচিপা থানার পুলিশের এএসআই আল আমিনকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

 

সর্বশেষ খবর