সোমবার, ১২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
পুলিশের গাড়িতে আগুন

জামায়াত-শিবিরের ২১ জনের কারাদন্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় হরতালের সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলায় জামায়াত-শিবিরের ২১ জনকে দুই বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ গতকাল এই রায় ঘোষণা করেন। রায়ে দুই বছর কারাদন্ডাদেশের পাশাপাশি প্রত্যেককে ২ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক মাসের কারাদন্ড প্রদান করা হয়। রায় ঘোষণার সময় আদালতে ৭ আসামি উপস্থিত ছিলেন। এরা হলেন শহিদুল ইসলাম, সানাউল্লাহ, কাজি আবু জাহের, এমরানুর রহমান, মহসিন মিয়া, ফরহাদ উদ্দিন ও আজিজুল হাকিম তানভিন। সাজা পাওয়া অন্যরা হল- নজরুল ইসলাম, সৈয়দ গোলাম সারোয়ার, কাজি ইয়াকুব আলী, হেলাল উদ্দিন, গোলাম ফারুক, রুস্তম আলী, নিপু, রাসেদুল করিম, নূরুল্লাহ, আশরাফুল ইসলাম, সিরাজুল ইসলাম, জাহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও বিল্লাল আহমেদ।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ৪ ডিসেম্বর হরতালের সময় কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়িতে পুলিশের খাবারের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

 

সর্বশেষ খবর