সোমবার, ১২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

এক পলক

মতবিনিয়ম সভা

ভোলার দৌলতখান পৌর নির্বাচনকে সামনে রেখে বিএনপির মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির সভাপতি আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে গতকাল উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় মেয়র পদে আনোয়ার হোসেন কাকনকে দলীয় মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়। সভায় বিএনপি নেতা নাজিম উদ্দিন হাওলাদার, ওসমান কমিশনার, জাকির হোসেন  বাবুল, কাজী কামাল প্রমুখ  বক্তব্য রাখেন।

-ভোলা প্রতিনিধি

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন মিয়া (৩০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সুমন কিশোরগঞ্জের মিঠামইন থানার কাঞ্চনপুর এলাকার কাশেম আলীর ছেলে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, সিটি করপোরেশনের তেলিপাড়া এলাকার টিএন্ডটি রোডের মন্ডল সুপার মার্কেটের কাঁচাবাজারে মাছ ব্যবসা করতেন সুমন। রবিবার সকালে দোকানের বৈদ্যুতিক বাতি মেরামতের সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। -গাজীপুর প্রতিনিধি

ওরিয়েন্টেশন কোর্স

মাদারীপুরের শিবচরে ১০০৬তম স্কাউটিংবিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল শিবচরের চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটরিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশন ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. ন্ডেন্ডেমাজাম্মেল হক খান। শিবচরের ইউএনও আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বি এম আতাউর রহমান, রাকিবুল হাসান, আবির হোসেন, ফাহিমা আক্তার, রফিকুল ইসলাম প্রমুখ।

-মাদারীপুর প্রতিনিধি

চাকরি জাতীয়করণ দাবি

ময়মনসিংহে ইউনিয়ন পর্যায়ে স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিদের (লিফ) চাকরি জাতীয়করণসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বক্তব্য রাখেন, আলতাব হোসেন, রাজিব মিয়া,     আশেকুর রহমান আশিক,  নাজমা বেগম প্রমুখ।

-ময়মনসিংহ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর