মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সামান্য বৃষ্টিতে স্কুল মাঠে জলাবদ্ধতা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সামান্য বৃষ্টিতে স্কুল মাঠে জলাবদ্ধতা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পয়: নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। প্রভাবশালীরা অবৈধভাবে সরকারি খাল দখল করায় বিদ্যালয়ের মাঠসহ আশপাশে এ অবস্থার সৃষ্টি হয়। শিক্ষার্থীসহ আশপাশের লোকদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, তিতাস নদীর বনগজ এলাকার কালিতলা পশ্চিম কবরস্থান থেকে একটি খাল ছিল। কালের বিবর্তনে এই খালের চিহ্ন খোঁজে পাওয়া না গেলেও একটি সেতু থাকার কারণে বুঝা যায় এখানে খাল ছিল। শিক্ষার্থী আয়েশা আক্তার ও মিলি আক্তার জানায়, সামান্য বৃষ্টি হলে বিদ্যালয়ে আসতে ভয় করে। অভিভাবক হাফেজ জামিল জানায়, খাল ভরাট হওয়ায় পানি যাওয়ার ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই স্কুল মাঠে পানি জমে। শফিকুল ইসলাম বলেন, প্রভাবশালীরা খাল দখল করে বাড়িঘর তৈরী করায় বিদ্যালয় মাঠে বৃষ্টির পানি লেগে থাকে। শুধু বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীই চলাচল করে না, তিন গ্রামের কয়েক হাজার মানুষ ভোগান্তি নিয়ে চলাচল করছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সানু মিয়া বলেন, সামাজিকভাবে পয়:নিষ্কাশনের ব্যবস্থা করতে অনেক চেষ্টা করা হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাকে মৌখিকভাবে জানানো হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু জাফর বলেন, জলাবদ্ধতা নিয়ে একাধিক বার বিদ্যালয় পরিচালনা কমিটির সভা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, খালের উপর অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণ করার বিষয়টি নজরে এসেছে। সরকারিভাবে খালটি খনন করে এর নাব্য ফিরিয়ে আনা হবে। এতে করে স্কুলসহ আশপাশে আর জলাবদ্ধতা থাকবে না।

সর্বশেষ খবর