মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

এক পলক

অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি ব্যবসায়ীর

সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এসওরোড-এর ব্যবসায়ী আশ্রাফ উদ্দিন তার বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। ন্যায় বিচারের   স্বার্থে তাঁর ও আত্মীয়-স্বজনদের নামে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের দায়ের করা ৩(৮)২০ ও ৫(৮) ২০ দুটি মামলার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে পুলিশের আইজিপি, ডিআইজি, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, মহাপরিচালক এনএসআই ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

-সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

স্বীকৃতির জন্য লড়াই

স্বীকৃতির জন্য লড়ছেন ইউনুস আলী (৮১)। নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের বাসিন্দা তিনি। ১৯৭১ সালে ৭ নম্বর সেক্টরে অংশ নিয়েছিলেন তিনি। তাঁর জেনারেল এমএজি ওসমানীর স্বাক্ষর করা সনদপত্র, মিজোরাম ক্যা¤েপর ইনচার্জ আব্দুল জলিল গেরিলা যোদ্ধা হিসেবে কর্নেল এমএ তাহের স্বাক্ষরিত সনদ রয়েছে। তবে এক দশক আগে তার নাম মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। -নাটোর প্রতিনিধি

নির্বাচনী সভা

ঝিনাইদহ জেলা যুবলীগ নেতা ও কালিচরণপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী সভা হয়। শহরের নিজ কার্যালয়ে আলোচনা সভা হয়। সভা শেষে জেলা যুবলীগ নেতার জন্মদিনের কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন বিশ্বাস, রাজু আহমেদ, সংগ্রাম হোসেন, আকাশ আহমেদ বকুল, তাহাজ্জিবুল মনির, সজিব, মকবুল হোসেন প্রমুখ-ঝিনাইদহ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর