মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ড্রেন দখল করে বাড়ি প্রতিষ্ঠান নির্মাণ

দিনাজপুর প্রতিনিধি

ড্রেন আছে কিন্তু বিভিন্ন স্থানে দখলের কারণে ড্রেনের অস্তিত্বই পড়েছে সংকটে। এতে আশপাশের এলাকার পানি নিষ্কাশন হতে না পারলে সামান্য বৃষ্টিতেই রাস্তা ও ড্রেনের পানি একাকার হয়ে বাড়ির সামনে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আবার বর্ষার সময় বৃষ্টিপাত বেশি হলে তলিয়ে যায় ওই এলাকার কিছু বাড়ি। স্থানীয়রা জানান, দিনাজপুর পৌরসভার শেষ সীমানা বিসিক মোড় বটতলা মুক্তিযোদ্ধার মোড় থেকে রূপন মোড়ের পশ্চিম প্রান্ত রূপন মোড় মসজিদ হয়ে লালুহাজির মোড়-খোয়াড়ের মোড় পর্যন্ত  প্রায় দেড় কিলোমিটার পানি নিষ্কাশনের এ ড্রেনটি জায়গায় জায়গায় দখল হয়ে গেছে। অনেক স্থানে ড্রেন ছিল এমন কোনো চিহ্ন নাই।

সর্বশেষ খবর