বুধবার, ১৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

নৌকা সার্বভৌমত্বের প্রতীক : কামাল

নওগাঁ প্রতিনিধি

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, নৌকা মার্কায় ভোট দিয়ে দেশবাসী কখনও বঞ্চিত হননি। তাই দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) উপ-নির্বাচনে আগামী ১৭ অক্টোবর দিনভর নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করুন। নৌকা বাংলাদেশের উন্নয়ন, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের প্রতীক। সার্বভৌমত্বের প্রতীক। গতকাল বিকালে নওগাঁর অত্রাই-রাণীনগর জাতীয় সংসদের উপ-নির্বাচন উপলক্ষে আত্রাই উপজেলা ভবানীপুর ফুটবল মাঠে এক বিশেষ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নৃপেন্দ্রনাথ দত্ত দুলালের সভাপতিত্বে বিশেষ প্রতিনিধি সভায় অন্যদের মধ্যে নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনের নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন হেলাল, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, জাকিরুল ইসলাম সান্টু, এবাদুর রহমান, ফরিদা পারভীন, মমতাজ বেগম, ড. ইউনুছ আলী, এসএম জহুরুল ইসলাম ইদুল প্রমুখ বক্তৃতা করেন।

সর্বশেষ খবর