বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

দখলমুক্ত হয়নি তেওতা জমিদার বাড়ি

মানিকগঞ্জ প্রতিনিধি

দখলমুক্ত হয়নি তেওতা জমিদার বাড়ি

মানিকগঞ্জের তেওতা জমিদার বাড়িটি আজও দখলমুক্ত হয়নি। সংস্কারের অভাবে দৃষ্টিনন্দন কারুকাজ করা ভবনগুলো পরিনত হয়েছে ধ্বংস্তুপে। বহু আগেই চুরি হয়ে গেছে জমিদারদের ব্যবহার্য আসবাব পত্রসহ ঘরের দরজা-জানালা। অনেক সম্পত্তি এখনো দখলদারদের নিয়ন্ত্রণে। ওই জমিতে বাড়িঘর তৈরি করে বসবাস করছে অর্ধশত পরিবার। পরিত্যক্ত ভবনগুলোতে চলে মাদক সেবন। সরেজমিনে দেখা যায় ভবনের বিভিন্ন রুমে বখাটেদের আনাগোনা। জানা যায়, শিবালয় উপজেলায় তেওতা জমিদার বাড়িটি ৭ দশমিক ৭৫ একর জায়গা নিয়ে অবস্থিত। বংশনুক্রমে জমিদার জয়শংকর ও হেমশংকর দুই ভাই ১৯৪৭ সালে ভারতে চলে যান। পরবর্তিতে সরকার জমিদার বাড়ি অধিগ্রহন করলেও সংস্কার না করায় অযত্নে বেশির ভাগ ভবন নষ্ট হয়ে গেছে। চুরি হয়ে গেছে প্রতিটি রুমের দরজা,  জানালাসহ দুর্লভ নিদর্শন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের জানান, জমিদার বাড়িটির দ্বায়িত্ব নিয়েছে প্রত্নতত্ত্ব অধিদফতর। উচ্ছেদের জন্য মাঝেমধ্যে নোটিশ দেওয়া হয়। শিবালয় উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু বলেন, দখল আর অযতেœ-অবহেলায় জমিদার বাড়িটি অস্তিত্ব হাড়াতে বসেছে।

 

সর্বশেষ খবর