শিরোনাম
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

এক পলক

গোল্ডেন হ্যান্ডশেকের টাকা পাচ্ছেন পাটকল শ্রমিকরা

খুলনায় বন্ধ হওয়া রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবিতে আন্দোলন-সংগ্রামের মধ্যেই শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের টাকা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে ১৮ অক্টোবর প্লাটিনাম জুবিলী জুট মিল ও কার্পেটিং জুট মিলের শ্রমিকদের অর্থ প্রদান করা হবে। বিজেএমসির আঞ্চলিক সমন্বয়কারী গোলাম রব্বানী এ তথ্য জানিয়েছেন।

-নিজস্ব প্রতিবেদক, খুলনা

বাঁশঝাড়ে ঝুলন্ত লাশ

জামালপুরের বকশীগঞ্জে গোলাম মোস্তফা (৫৮) নামে একজনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল নিজ বাড়ির বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। বকশীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, গোলাম মোস্তফা পৌর এলাকার চন্দেরবন তিনানী পাড়ার হাসমত আলীর ছেলে। তিনি মানসিক রোগে ভুগছিলেন।-জামালপুর প্রতিনিধি

ধর্ষণ মামলায় যাবজ্জীবন

দিনাজপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে রবি সরেন (২৫) নামে এক আদিবাসী যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদ- দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের সাজা প্রদান করা হয়। দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আহমেদ গতকাল এ রায় দেন। সাজাপ্রাপ্ত রবি সরেন বীরগঞ্জ উপজেলার মহুগাঁও গ্রামের হরি সরেনের ছেলে। -দিনাজপুর প্রতিনিধি

ইমাম সম্মেলন

নাটোরের সিংড়ায় প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে উপজেলা পর্যায়ে ইমাম সম্মেলন হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে গতকাল সকালে উপজেলা হলরুমে অনুষ্ঠিত এই সম্মেলনে বিভিন্ন মসজিদের শতাধিক ইমাম অংশ নেন। সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসানের সভাপতিতে এ সময় বক্তব্য দেন আব্দুর রউফ, হোসাইন আহমদ প্রমুখ।

-নাটোর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর