বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

‘স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই’‘স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই’

নিজস্ব প্রতিবেদক, যশোর

মণিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম বলেন, সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের অধিকার প্রতিষ্ঠায় তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন। আর এতেই সন্ত্রাসীরা তার ওপর ক্ষুব্ধ হয়ে উঠেছে। যে কারণে তিনি স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চান। যশোর প্রেস ক্লাবের কনফারেন্স রুমে গতকাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাজমা খানম বলেন, ‘প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে ভাগ্নে উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু ৫৪৯ বস্তা সরকারি ত্রাণের চাল চুরি মামলার চার্জশিটভুক্ত আসামি। তারপরও কীভাবে তিনি এখনো স্বপদে বহাল থেকে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তাঁকে এখনও কেন গ্রেফতার করা হয়নি?’ সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সন্দীপ ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক কাজী টিটো উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান জানান, পদে পদে ভাইস চেয়ারম্যান বাচ্চুর বাধার সম্মুখীন হয়ে আমার জীবন ওষ্ঠাগত। বারবার আমাকে হত্যার হুমকি, শারীরিকভাবে লাঞ্ছিত ও মানসিকভাবে আঘাত করছেন তিনি।

সর্বশেষ খবর