বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

‘নারী নির্যাতন বন্ধে ধর্মীয় অনুশাসনের বিকল্প নেই’

টঙ্গী প্রতিনিধি

‘নারী নির্যাতন বন্ধে ধর্মীয় অনুশাসনের বিকল্প নেই’

মহিলা মজলিস ঢাকা মহানগরীর সম্পাদিকা সুরাইয়া খন্দকার সুমী বলেছেন, নারী ও শিশু নির্যাতন বন্ধে পূর্ণাঙ্গ ধর্মীয় অনুশাসনের বিকল্প নেই। সব অপরাধের মূলোৎপাটন করতে হলে ইসলামি অনুশাসন কার্যকর করতে হবে। গতকাল টঙ্গীসংলগ্ন উত্তরায় মহিলা মজলিস ঢাকা মহানগরী শাখা আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ঢাকা মহানগরী নির্বাহী সদস্য মির্জা জেরিন সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উম্মে হাবিবা সুলতানা জুঁই। ছাত্রী মজলিসনেত্রী খন্দকার সাফা বিনতে সাইফের পরিচালনায় সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিসেস শামসুন্নাহার শিরিন, সুমাইয়া আক্তার সানজিদা, সুরাইয়া আক্তার সাবরিনা, হাফেজা হোসনা আক্তার প্রমুখ।

সর্বশেষ খবর